Barak UpdatesHappeningsBreaking News
রূপমে সেরা প্রযোজনা নাট্যাঙ্গনের ‘যশোদা’, ২য় নান্দনিক ৩য় দশরূপক
ওয়ে টু বরাক, ২০ মার্চ : রূপম আয়োজিত ৪২তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় ‘যশোদা’ নাটকের জন্য শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার পেয়েছে নাট্যাঙ্গন। দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার ‘সিকিউরিটি’ নাটকের জন্য পেয়েছে নান্দনিক। তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা দশরূপকের ‘শেকড় সন্ধানে’। চতুর্থ শ্রেষ্ঠ নাটক হয়েছে পয়লাপুলের রেস থিয়েটারের ‘এবিতিনের প্রত্যাবর্তন’। সোমবার রাতে শিলচর বঙ্গভবনে নাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পদক, শংসাপত্র, নগদ অর্থ ইত্যাদি তুলে দেওয়া হয়। প্রথম দল নাট্যাঙ্গন পেয়েছে নগদ ১০০০১ টাকা, দ্বিতীয় দল নান্দনিক ৫০০১ টাকা, তৃতীয় দল দশরূপক ৩০০১ টাকা ও চতুর্থ দল রেস থিয়েটারকে নগদ ২০০১ টাকা তুলে দেওয়া হয়।
বিচারকদের বিচারে প্রথম দশটি নাটকের তালিকায় থাকা বাকি দলগুলো ক্রমান্বয়ে হচ্ছে…
৫) তিন পুতুলের গল্প – আজকের প্রজন্ম
৬) রং পেন্সিল – বিবর্তন থিয়েটার, হাইলাকান্দি
৭) সুভাষিনী – গণসুর
৮) অবরুদ্ধ – গ্যালাক্সি ক্লাব, উধারবন্দ
৯) আত্মরথী – জিয়নকাঠি, রানিকুঠি
১০) ইঁদুর দৌড় – পূবালি
(স্থান উল্লেখ না থাকা সব দলই শিলচরের)