Barak UpdatesAnalyticsBreaking News
রূপমের নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রযোজনার খেতাব পেলো হাইলাকান্দির বিবর্তন
ওয়ে টু বরাক, ২৩ মার্চ : রূপম আয়োজিত ৪৪ তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রযোজনার খেতাব দখল করলো হাইলাকান্দির নাট্যদল বিবর্তন। নাটক ‘ভাইরাল’-এর জন্য বিবর্তন পেয়েছে নরেশ চন্দ্র পাল স্মৃতি রানিং ট্রফি ও নগদ ১৫,০০১ টাকা। দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা শিলচর দশরূপকের নাটক ‘সুরাসুর’। তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা বর্ধমানের অনুভূতি সংস্কৃতিক সংস্থা পেয়েছে নাটক ‘সেইসুর’এর জন্য। চতুর্থ শ্রেষ্ঠ প্রযোজনার খেতাব পেয়েছে পয়লাপুল রেস থিয়েটারের নাটক ‘অধরা মাধুরী’।
শ্রেষ্ঠ পরিচালকের খেতাব পেয়েছেন সায়ন বিশ্বাস। আজকের প্রজন্মের নাটক ‘চাবি অফিসার’-এর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। দ্বিতীয় শ্রেষ্ঠ পরিচালক প্রনজিত সরকার। তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পলতার বিন্দুরূপ নাট্যদল অভিনীত ‘কৈকেয়ী’ নাটকের জন্য। তৃতীয় শ্রেষ্ঠ পরিচালক বিবর্তন হাইলাকান্দির বিপ্লব দাস। চতুর্থ শ্রেষ্ঠ পরিচালক অশোক রাজকুমার। তিনি এই খেতাব পেয়েছেন শিলচর সপ্তম-এর নাটক চোপ হিস স-এর জন্য।
শ্রেষ্ঠ পান্ডুলিপির পুরস্কার পেয়েছেন দশরূপক শিলচরের চিত্রভানু ভৌমিক। শ্রেষ্ঠ অভিনেতা পয়লাপুল রেস্ট থিয়েটারের অমাজিত পান্ডে। দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা বর্ধমানের অনুভূতি সাংস্কৃতিক সংস্থার বিভাস আচার্য। তৃতীয় শ্রেষ্ঠ অভিনেতা শ্রীভূমি নবদিগন্তের বিশ্বরূপ পুরকায়স্থ। দক্ষিণেশ্বরের সংকেত নাট্যদলের প্রিয়াঙ্ক রায়।
শ্রেষ্ঠ অভিনেত্রী বর্ধমানের অনুভূতি সাংস্কৃতিক সংস্থার মধুমিতা দাস বিশ্বাস। দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী পলতা বিন্দুরূপের স্নেহাশ্রী বক্সি। তৃতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী সপ্তম শিলচরের তামান্না ছেত্রী। চতুর্থ শ্রেষ্ঠ অভিনেত্রী রেস থিয়েটারের শালিনী মিশ্র।
শ্রেষ্ঠ আবহ সংগীতের খেতাব পেয়েছেন আজকের প্রজন্মের সেবায়ন রায়চৌধুরী। শ্রেষ্ঠ রূপসজ্জার পুরস্কার পেয়েছেন বিশ্ববীণা শ্রীভূমির রচয়িতা চৌধুরী। শ্রেষ্ঠ আলোক সজ্জার পুরস্কার গেছে ধর্মনগর দর্পনের সৌমিক ভৌমিকের ঝুলিতে। শ্রেষ্ঠ মঞ্চ সজ্জার পুরস্কার পেয়েছেন দশরূপকের কথাকলি পাল। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী দল চন্দননগরের না না টক। দর্শকের বিচারে শ্রেষ্ঠ নাটক দশরূপক অভিনীত সূরাসুর।