Barak UpdatesHappeningsBreaking News
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
ওয়েটুবরাক, ২৪ মার্চ : লোকসভার সদস্য পদ হারালেন রাহুল গান্ধী। তাঁর সদস্য পদ বাতিল করলেন স্পিকার ওম বিড়লা। ‘মোদি সমাজ’ নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য বৃহস্পতিবার রাহুল গান্ধীকে দুবছরের জেলের সাজা দিয়েছিল গুজরাটের সুরাট জেলা আদালত। তখনই অবশ্য তাঁর জামিন মঞ্জুর হয়। তার পর শুক্রবার জনপ্রতিনিধি আইন অনুযায়ী খারিজ হয় রাহুলের সাংসদ পদ।
শুক্রবার লোকসভার তরফে নোটিশ জারি করে বলা হয়েছে, ‘সুরাটের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। ভারতীয় সংবিধানের ১০২(১) ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর ধারা অনুযায়ী কেরলের ওয়ানাডের সাংসদ পদ থেকে খারিজ করা হল তাঁকে।’