India & World UpdatesHappeningsBreaking News
রাহুলের সাংসদ পদ বাতিলের আর্জি খারিজ
ওয়েটুবরাক, ১ জুলাই: রাহুল গান্ধীকে ‘ব্রিটেনের নাগরিক’ দাবি করে তাঁর সাংসদ পদ বাতিল করার আবেদন জানিয়েছিলেন বিঘ্নেশ শিশির নামে এক ব্যক্তি৷ কিন্তু এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে। তবে বিচারপতি রাজন রায় এবং বিচারপতি ওমপ্রকাশ শুক্লের বেঞ্চ আবেদনকারীকে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৯(২) ধারা অনুযায়ী ‘উপযুক্ত কর্তৃপক্ষে’র দ্বারস্থ হওয়ার অনুমতি দিয়েছে৷
বিঘ্নেশ নিজেকে ‘কর্নাটকের কৃষক এবং রাজনৈতিক কর্মী’ হিসাবে পরিচয় দিয়েছেন৷ তিনি রাহুলের বিরুদ্ধে ‘কুয়ো ওয়ারান্টো’ রিট জারির জন্য জনস্বার্থ মামলা করেছিলেন। এই ধরনের রিট জারি করা হয়, যখন কোনও ব্যক্তি (এ ক্ষেত্রে রাহুল) অবৈধ ভাবে সরকারি পদে অধিষ্ঠিত হন।