India & World UpdatesHappeningsBreaking News
রাহুলের জেলযাত্রায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
ওয়েটুবরাক, ৫ আগস্ট : মোদি পদবী মামলায় অবশেষে স্বস্তি মিলল সুপ্রিম কোর্টে। তাঁর জেলযাত্রার সাজার রায়ের উপর স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
এর পরই কংগ্রেস নেতার বার্তা, “যাই হোক না কেন, আমি আমার কর্তব্যে অবিচল থাকব। ভারতের ভাবধারাকে রক্ষা করব।”
‘যাঁরা আমাদের সাহায্য করেছেন, জনগণ ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ’, বললেন রাহুল গান্ধী।
মোদি পদবী মামলায় রাহুলের বিরুদ্ধে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাট আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে গুজরাট হাইকোর্টে যান তিনি। সেখানেও সেই রায় বহাল থাকায় শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা।
এবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের দরুণ ২০২৪ সালে নির্বাচনী লড়াইয়ে সামিল হতে ফলে আর কোনও বাধা রইল না রাহুলের। যদিও সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, “এতে কোনও সন্দেহ নেই রাহুল গান্ধী যে মন্তব্যগুলি করেছিলেন, তা রুচিসম্মত নয়। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর আরও সতর্ক হয়ে, ভাবনাচিন্তা করে কথা বলা উচিত ছিল।”
অন্যদিকে, রাহুল গান্ধীর এই স্বস্তিতে উচ্ছ্বসিত কংগ্রেস। সত্যের জয় অবিসম্ভাবি বলে মত কংগ্রেসের। দলের পক্ষ থেকে সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, “সত্যমেব জয়তে। সত্যের জয় হয়েছে। ষড়যন্ত্র করা হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে, তা ব্যর্থ হয়েছে।” কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, “এবার স্পিকারকেই সিদ্ধান্ত নিতে হবে। গোটা দেশ লোকসভার স্পিকারের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে। অবিলম্বে রাহুল গান্ধীর সাংসদ পদের তকমা ফিরিয়ে আনা উচিত।” কংগ্রেসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের এই রায়ের একটি কপি নিয়ে আমাদের লোকসভার বিরোধী দলনেতা স্পিকারের কাছে আবেদন জানাবেন। “