Barak UpdatesHappenings
রাস পূর্ণিমার পূণ্য তিথিতে পূবালি ও রোটারি পিংকের বস্ত্র বিতরণ
১০ নভেম্বর : রাস পূর্ণিমার শুভ দিনে জেলার প্রত্যন্ত এলাকায় দুস্থদের মধ্যে নয় শতাধিক বস্ত্র বিতরণ করল পূবালি ও রোটারি পিঙ্ক। আসন্ন শীতকালের চিন্তা মাথায় রেখে কাছাড় জেলার প্রত্যন্ত এলাকা শিরিষতল, রূপাছড়া ও সোনাছড়াতে পূবালি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা এবং রোটারি ক্লাব অব পিঙ্ক, শিলচরের যৌথ ব্যবস্থাপনায় তিনটি গ্রামের মানুষের মধ্যে প্রায় নয় শতাধিক বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণের পূবালি ক্লাবের সাধারণ সম্পাদক প্রণব কল্যাণ দে বলেন, আসন্ন শীতকালে প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ লোকদের কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” এই মহান বাণীকে সর্বদা স্মরণে রেখে । পাশাপাশি রোটারি পিঙ্কের সভানেত্রী সমিতা দত্ত বলেন, শীতের আগমনের সঙ্গে সঙ্গে প্রতি বছরই এইরকম সময়ে তারা বস্ত্র বিতরণের অনুষ্ঠান করে থাকেন। তিনি বলেন, গ্রামের লোকেরা অধিকাংশই দরিদ্র সীমার নীচে থাকেন। তাদের যদি এই সময়ে কাপড় দিয়ে কিছুটা সাহায্য করা যায় সেটাই হবে প্রকৃত মানব সেবা।
এদিনের এই অনুষ্ঠানে পূবালি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রণব চৌধুরী, কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক ( প্রশাসন) নিশীথ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক (সাংস্কৃতিক) অজয় বর্মণ, সাংগঠনিক সম্পাদক ( সাংস্কৃতিক) নিত্যানন্দ দাস এবং অন্য সদস্য ও সদস্যারা। এদিকে রোটারি ক্লাব অব পিঙ্ক, শিলচরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়শ্রী কর। স্থানীয়দের মধ্যে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ দেখা যায়। এ দিনের বস্ত্র বিতরণের পর উভয় সংস্থার সবাই মিলে হাতিছড়ার শ্রীবনদুর্গা মন্দিরে গিয়ে প্রসাদ গ্রহণ করেন, আর এভাবেই এ দিনের অনুষ্ঠান শেষ হয়।