NE UpdatesHappeningsBreaking News

রাস দেখে ফেরার পথে নলবাড়িতে দুর্ঘটনায় হত ৫

ওয়েটুবরাক, ১৭ নভেম্বর : রাসলীলা দেখে ফেরার পথে নলবাড়িতে দুটি পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে৷ প্রথম দুর্ঘটনাটি ঘটে বানেকুছিতে৷ রাস দর্শনার্থী যুবকদের নিয়ে একটি গাড়ি প্রবল গতিতে সেতুর রেলিঙে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়৷ মৃতরা হলেন জাহেদুল রহমান, অজিত শহরিয়া, প্রণব হালৈ ও রাহুল আলি৷ অভিজিৎ কলিতা ও শঙ্কর দাস নামে দুই যুবক গুরুতর জখম হয়েছেন৷ তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Rananuj

এই দুর্ঘটনার কিছুক্ষণ পরই আরেক দুর্ঘটনায় প্রাণ হারান রাসফেরত এক যুবতী৷ তিনজন গাড়িতে বাড়ির পথে এগোচ্ছিলেন৷ ঘগ্রাপাড়ে আচমকা তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে৷ পরিস্মিতা কলিতা নামে এক যুবতী ঘটনাস্থলে মারা যান৷ সুস্মিতা কলিতা ও ভাস্কর কলিতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিতসা চলছে৷৷

নলবাড়ির রাস উৎসব এ বার আকর্ষণের কেন্দ্রবিন্দু৷ হেমামালিনী ও আশরানির মত প্রতিষ্ঠিত চিত্রতারকাদের উপস্থিতি সেখানকার রাসলীলার জনপ্রিয়তায় বিশেষ মাত্রা এনে দেয়৷ কিন্তু বৃহস্পতিবারের দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker