Barak UpdatesHappeningsBreaking News
রাস্তায় পঞ্চাশ হাজার টাকা পেয়ে ফিরিয়ে দিলেন মোবারকপুরের খসরুল হক
ওয়েটুবরাক ৩১ ডিসেম্বরঃ ব্যাঙ্ক থেকে টাকা দেড় লক্ষ টাকা তুলে সতর্কতার সঙ্গেই কয়েক ভাগে একে রেখেছিলেন এক গ্রাহক। কিন্তু কিছুদূর এগোতেই জ্যাকেটের ভেতরের পকেটে রাখা টাকার বান্ডিল রাস্তায় পড়ে যায়। তা কুড়িয়ে পান করিমগঞ্জ নিউ মার্কেটের ফুট সার্ভিসের ম্যানেজার খসরুল হক। সঙ্গে ছিলেন সরিষার রূপক দাস। খসরুল সামনে-পেছনে তাকিয়ে টাকা হারানো কোনও ব্যক্তিকে পাননি। কী করবেন ওই টাকায়, দুশ্চিন্তায় পড়ে যায় মোবারকপুরের বাসিন্দা খসরুল হক। পাশের রেনু মোটরসে গিয়ে তিনি টাকা পাওয়ার কথা জানান। বলেন, টাকাটা আপনার কাছে রাখুন, নিশ্চিতই টাকা হারানো ব্যক্তি খোঁজাখুজি করবে। দিয়ে দেবেন।
এর পরই খসরুলের সততার কথা ছড়িয়ে পড়ে। ব্যাঙ্ককর্মীদের কানেও পৌঁছয়। তারাই ওই ব্যক্তিকে টেলিফোনে টাকা পাওয়ার কথা জানান। পরে তিনি এসে প্রমাণ দিয়ে ওই টাকা নিয়ে যান। খসরুলের কথায়, অন্যের টাকায় আমার লোভ নেই। জানি. ওই সবে লাভ হয় না।
টাকা ফেরানোর সময়ে প্রচুর মানুষ জড়ো হন। সবাই বিস্মিত, এমন মানুষও আজকাল আছেন।