India & World UpdatesHappeningsBreaking News
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মনমোহন সিংহের
ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর: শনিবার দিল্লির নিগম বোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর বড় মেয়ে উপিন্দর সিং অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতা প্রজ্বলন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল সহ বহু বিদেশি রাষ্ট্রনেতা-মন্ত্রী এদিন নিগম বোধ ঘাটে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।