Barak UpdatesHappeningsBreaking News
রাষ্ট্রপতি নির্বাচনে ব্যস্ত, ১৫-ই আসছেন না মুখ্যমন্ত্রী, জানিয়েছেন সাংসদ
Busy with Presidential polls, CM’s tour of Silchar on 15 July postponed

ওয়েটুবরাক, ১৪ জুলাই : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন৷ আগামী ১৮ জুলাই দেশের সর্বোচ্চ নাগরিক বাছাইর জন্য ভোটাভুটি৷ এই সময়ে তাই তাঁর বরাক উপত্যকা সফরে আসা সম্ভব হচ্ছে না। শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় জানিয়েছেন, এই নির্বাচন পরব ফুরিয়ে গেলেই মুখ্যমন্ত্রীর বরাক সফরের দিনক্ষণ ফের চূড়ান্ত হবে। আর তখন চানমারিতে অনির্বাণ দে-র বাড়িতে গিয়ে নেমন্তন্ন রক্ষা করবেন তিনি।
সাংসদের কথায়, দিনকয়েকের মধ্যে তিনবার বরাক সফর করে গিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা৷ চতুর্থবার এখনই আসা সম্ভব না হলেও তিনি প্রতিনিয়ত তাঁর কাছ থেকে বরাক উপত্যকার বন্যা এবং বন্যা পরবর্তী অবস্থার খবরাখবর নিচ্ছেন।