Barak UpdatesHappenings
রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ১২ নম্বর ওয়ার্ডে নগর কীর্তন
ওয়ে টু বরাক, ২২ জানুয়ারি : অযোধ্যায় প্রভু শ্রীরামের মন্দিরের উদ্বোধন উপলক্ষে শিলচর ১২ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নগর কীর্তন আয়োজিত হলো। অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিগত কয়েকদিন থেকে উৎসব মুখর পরিবেশ ছিল গোটা শিলচর শহরে। শহরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি ১২ নম্বর ওয়ার্ডেও এ উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে নানা কার্যসূচি হাতে নেওয়া হয়।
২২ জানুয়ারি অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অন্তর্গত নগর কীর্তন আয়োজিত রবিবার ভোরে। এ দিন সকালে ওয়ার্ডের শ্রীশ্যামানন্দ বাবার আশ্রম থেকে নগর কীর্তন বের হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী এক সুন্দর শোভাযাত্রার মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে নগর কীর্তন করেন রাম ভক্তরা। এতে পা মেলান ওয়ার্ডের অসংখ্য জনগণ।
শুভ যাত্রায় রাম নাম ভজন পরিবেশন করে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। ভক্তবৃন্দের শ্রীরাম জয়ধ্বনিতে মুখরিত হয় গোটা ওয়ার্ড। সব মিলে এক উৎসব মুখর পরিবেশে শুভ যাত্রায় মাধ্যমে নগর কীর্তনে সামিল হন বহু মানুষ। উল্লেখ্য, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ২২ জানুয়ারি ওয়ার্ডের কাঠিয়াবাবার আশ্রমে প্রায় দিনভর রামনাম পূজা অর্চনা ভজন কীর্তন ইত্যাদি কর্মসূচি রয়েছে। ওয়ার্ডের অন্যান্য মন্দির মঠ মন্দিরগুলোতে এই বিশেষ মুহূর্তে পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। এছাড়াও কার্যসুচির অন্তর্গত ওয়ার্ডের প্রতিটি মঠ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।