Barak UpdatesHappeningsBreaking News
রামমন্দির শিলান্যাসের সময় ঘরে ঘরে রামপূজার আহ্বান ভিএইচপির
২৮ জুলাইঃ আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের রামমন্দিরের শিলান্যাস হবে। ঠিক সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর শিলান্যাস করবেন। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের পক্ষ থেকে সে সময় ঘরে ঘরে শ্রীরামচন্দ্রের পূজা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের আর্জি, এই বিশেষ দিনে সন্ধ্যাবেলায় নিজেদের বাড়িঘর সবাই যেন দীপাবলির মত সাজিয়ে তোলেন।
মঙ্গলবার রামমন্দিরের শিলান্যাস উপলক্ষে শিলচরের বনবাসী কল্যাণ আশ্রমে এক সভার আয়োজন করা হয়। প্রান্ত সভাপতি শান্তনু নায়েক তাতে পৌরোহিত্য করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ, সিকি মহারাজ, দণ্ডি মহারাজ, সজ্জন মহারাজ, নির্ভয় দাস, বিজ্ঞানন্দ মহারাজ, গৌড়ীয় মহারাজ, সহ কাঠিয়াবাবা আশ্রমের দেবব্রত পাল, নাথ যোগী সম্মিলনীর সৌমিত্র নাথ প্রমুখ। ছিলেন সঞ্জয় দেব, পূর্ণচন্দ্র মণ্ডল, যোগেন্দ্র সিনহা, ভোলা যাদব, সুমিতা চৌধুরী, চন্দ্রকান্ত সিনহা, দেবাশিস সেনগুপ্ত প্রমুখ। শুরুতেই শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করেন আমন্ত্রিত সাধুসন্তরা।
এ দিনের সভার একটি বিশেষ কর্মসূচি ছিল, সাংবাদিক ও করসেবকদের সংবর্ধনা জ্ঞাপন। কোভিড পরিস্থিতিতেও নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে নিয়মিত তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের উত্তরীয় ও গীতাগ্রন্থ দিয়ে সম্মানিত করা হয়। সম্মান জানানো হয় করসেবকদেরও। রামমন্দির আন্দোলনের শুরুতে যারা শিলচর থেকে করসেবায় গিয়েছিলেন, তাঁদের চারজন এ দিন উপস্থিত ছিলেন। তাঁরা হলেন যীষ্ণু সিনহা, দিলীপকুমার দাস, উত্তমকুমার দাস ও বিষ্ণুপদ দেব।
শান্তনুবাবু জানান, বড় করেই শিলান্যাসের দিনে কিছু করার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু কোভিড বিধির জন্য তা সম্ভব হচ্ছে না। তাই রাখি পরিয়ে এ বার শিলান্যাসের আনন্দ ভাগ করে নেওয়া হবে। কোভিড যোদ্ধা অর্থাত সংক্রমিত হওয়ার আশঙ্কা জেনেও যারা পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন, ঘুরে ঘুরে তাঁদের রাখি পরিয়ে দেওয়া হবে।