Barak UpdatesHappeningsBreaking News

রামমন্দির উদ্বোধন ঘিরে শিলচর উৎসবমুখর

ওয়েটুবরাক, ২১ জানুয়ারি : অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন তথা রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে আগামী ২২ জানুয়ারি, সোমবার৷ এই উপলক্ষে শিলচর শহর কয়েকদিন ধরেই রামময়৷ চারদিক আলোকমালায় সেজে উঠেছে৷ প্রতিটি বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠানে গেরুয়া পতাকা উড়ছে৷ কোনওটিতে রাম, কোনওটি হনুমান চিত্রিত৷ মোটর সাইকেল, ই-রিকশা, অটো রিকশা সহ সমস্ত যানবাহনেও পতপত করছে বিভিন্ন আকারের পতাকা৷ চলছে সাফাই অভিযান৷ সোমবার দুপুর পর্যন্ত শহরকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিজে এ সব ব্যাপারে তদারকি করছেন৷

Rananuj

রবিবার গোটা শহর মিছিলনগরীর রূপ নেয়৷ বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ দল, দুর্গা বাহিনী সকালে শিলচর শহরে বিশাল শোভাযাত্রা বার করে৷ রথে চেপে, ঘোড়ায় চড়ে, গাড়িতে ট্যাবলো সাজিয়ে রাম-লক্ষণ-সীতারা গোটা শহর ঘুরে বেড়ায়৷ ছিল গদাধারী হনুমানেরাও৷

এই বিশাল মিছিলের পর ছোট ছোট বহু মিছিল শহর পরিক্রমা করে৷ এলাকা ভিত্তিক শোভাযাত্রা তো ছিলই৷ স্থানে স্থানে লাগানো হয়েছে রামের ঢাউস সাইজের ছবি৷ বহু জায়গায় হয় রামপূজা৷ চারদিকে আওয়াজ ওঠে জয়শ্রীরাম, জয়শ্রীরাম৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker