Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
রামমন্দির নির্মাণে সংগ্রহ ২১০০ কোটি টাকা
ওয়েটুবরাক, ১ মার্চঃ অযোধ্যায় রামমন্দির নির্মাণে দেশ জুড়ে অভিযান চালিয়ে সংগ্রহ হয়েছে ২ হাজার ১০০ কোটি টাকা। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে গত বছর মকর সংক্রান্তির সময় এই অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছিল। আজ সোমবার এতে ইতি টানা হয়।
পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বলেছেন, ‘‘দেশের ৪০ লক্ষ কর্মকর্তা, ১০ লক্ষ দল তৈরি করে পৃথিবীর এই বৃহত্তম প্রচার ও অর্থ সংগ্রহ অভিযান চালিয়েছেন। তাঁরা পৌঁছে গিয়েছিলেন দেশের বিভিন্ন শহর, গ্রামে মানুষের দরজায় দরজায়। যে ভাবে সাধারণ মানুষ ভগবান রাম-এর প্রতি তাঁদের ভক্তি প্রদর্শন করেছেন, তা অবাক করেছে সকলকে।’’
তিনি জানান, ‘‘দেশের প্রথম নাগরিক থেকে শুরু করে একেবারে পথবাসী দরিদ্র মানুষটিও রাম মন্দির তৈরির কাজে নিজের সামান্য সঞ্চয় থেকে অর্থ সাহায্য করেছেন।’’
গত ১৫ জানুয়ারি মন্দির নির্মাণের জন্য ৫ লক্ষ ১০০ টাকা তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর নানা মহল থেকে রামমন্দির নির্মাণে টাকা এসেছে। দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সাংসদ গৌতম গম্ভীর সহ অনেকেই। বরাক উপত্যকাতেও মন্ত্রী-সাংসদ-বিধায়ক সহ সাধারণ জনতা রামমন্দির নির্মাণের জন্য অর্থ দিয়েছেন। পঞ্চাশ হাজার টাকা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ধলাই থানার ওসি সাহাবুদ্দিন।