Barak UpdatesHappeningsBusinessBreaking News
রামনগরে বুটিকের নতুন শো-রুম ‘সুরমিতাজ’
ওয়েটুবরাক, ২ ফেব্রুয়ারি : অন্যের হয়ে বাজারটা ভালই করতেন সুরমিতা পোদ্দার৷ দেবর-ননদ বা নিকটাত্মীয়দের বিয়েতে বর-কনে সহ গোটা বাড়ির শাড়ি-কাপড় কেনার দায়িত্ব পড়ত তাঁরই কাঁধে৷ শুরু থেকেই এই কাজে সকলের বাহবা কুড়িয়েছেন সুরমিতা৷ এ বার তাই প্রাতিষ্ঠানিক ভাবেই অন্যের বাড়ির শাড়ি-কাপড়, লেহেঙ্গা, সালোয়ার-কুর্তা কিনে দেওয়ার দায়িত্ব নিলেন৷ খুলে দিলেন ‘সুরমিতাজ’৷
রামনগরের পোদ্দার হাউসের এক সুসজ্জিত ঘরে আজ বুধবার আউটলেট স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও কাপড়-গয়না নিয়ে কাজের ভাবনাটা নতুন নয়৷ বরং কিশোরীবেলা থেকেই ওই সব নিয়ে তাঁর আগ্রহ ছিল বেশ৷ পড়াশোনাও করেন পছন্দের বিষয়টি নিয়ে৷ গত বছর করোনায় গৃহবন্দি হয়ে ঘরে বসেই ভালো ভাবে সময় কাটানোর উপায় ভাবতে থাকেন৷ তখনই মাথায় এলো বুটিকের কথা৷ ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কাজ শুরু করে দেন৷ সেটা গত বছরের সেপ্টেম্বরে৷ বেশ সাড়া মেলে৷ দেশের সব রাজ্যের তাঁত শিল্পের নানা ভ্যারাইটি যেমন তিনি সংগ্রহ করেন, তেমনি তাঁর ক্রেতারাও দেশ-বিদেশে ছড়িয়ে৷
সুরমিতা জানান, সুদূর দুবাই, আমেরিকা থেকেও অর্ডার পাচ্ছেন৷ ক্রেতাদের অনুরোধে এ বার শাড়ির সঙ্গে তোলেন কিছু আধুনিকতর গয়নাও৷ বললেন, ফেসবুক-হোয়াটস গ্রুপে যেমন শাড়ি-কাপড়ের ডিজাইন দেখানো, অর্ডার নেওয়া, ক্যুরিয়ারে পাঠানো চলতে থাকবে, তেমনি আউটলেট স্টুডিওতে গিয়ে দেখেও কেনাকাটা করা যাবে৷ স্টুডিও কাম শোরুম খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, জানালেন সুরমিতা পোদ্দার৷