NE UpdatesHappeningsBreaking News
রামঠাকুরের ১৬৫-তম আবির্ভাব দিবস উপলক্ষে ৩১ জানুয়ারি থেকে আগরতলায় তিনদিনের মহোৎসব
ওয়েটুবরাক, ২৫ নভেম্বর: ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে আগরতলা শিশু উদ্যানে তিনদিনের মহোৎসবের আয়োজন করা হয়েছে। তাতে থাকবে সনাতন ধর্ম সম্মেলন, শ্রীনাম বিতরণ ও মহাপ্রসাদ। শ্রী শ্রী রামঠাকুর সেবামন্দির ত্রিপুরা রাজ্য পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে সনাতন ধর্ম সম্মেলন, বেলা ১টায় বেদবাণী পাঠ ও শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গ আলোচনা, বিকাল ৩টায় গঙ্গা আহ্বান, অধিবাস এবং ১৬ প্রহর শ্রীহরিনাম সংকীর্তনের শুভারম্ভ।
১ ফেব্রুয়ারি উষালগ্নে বাল্যভোগ ও মঙ্গল আরতি, সকাল ৯টা থেকে ঠাকুর প্রদত্ত শ্রীনাম প্রদান, ১১টায় অন্নভোগ এবং অন্নপ্রসাদ বিতরণ ।
২ ফেব্রুয়ারি উষালগ্নে বাল্যভোগ ও মঙ্গল আরতি, সকাল ৯ ঘটিকা থেকে ঠাকুর প্রদত্ত শ্রীনাম প্রদান, ১১টায় অন্নভোগ, দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ। তিনদিনই রয়েছে সত্যনারায়ণ সেবা।
দুই মাস বাকি থাকলেও একে সফল করে তোলার জন্য কমিটির কর্মকর্তারা নিত্য দৌড়ঝাঁপ করে চলেছেন।