Barak UpdatesHappenings
রামকৃষ্ণনগর মিলন উৎসবের রজত জয়ন্তীকে সামনে রেখে রক্তদান শিবির
ওয়ে টু বরাক, ৩১ ডিসেম্বর : শিলচরের রামকৃষ্ণনগর সোসিও ওয়েলফেয়ার সোসাইটির ‘রামকৃষ্ণনগর মিলন উৎসব’ এর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে ২৯ ডিসেম্বর এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সহযোগিতায় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে বিকেল সাড়ে ৩টায় শিবিরের শুভারম্ভ হয়। এ দিন মোট ১১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
তারা হলেন রজত চক্রবর্তী, নিশান দেব, পঙ্কজ আচার্য (শিলচর), মিঠু চক্রবর্তী, সত্যজিৎ দত্ত চৌধুরী, ভিকি পাল, সুজিত দেব, মৈনাক পুরকায়স্থ, দেবাঞ্জন সেন, (রামকৃষ্ণনগর) ও রত্নাকর ভট্টাচার্য। এছাড়াও শারীরিক নানা কারণে আরও তিনজন এ দিন রক্তদান করতে পারেননি। প্রত্যেক রক্তদাতাকে ফোরামের পক্ষ থেকে একটি মেডেল, শংসাপত্র এবং ব্লাড সেন্টারের তরফেও পৃথক একটি শংসাপত্র প্রদান করা হয়।
এ দিনের রক্তদান শিবির আয়োজনে মুখ্য ভূমিকায় ছিলেন সাংগঠনিক সম্পাদক তথা বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। রক্তদাতাদের উংসাহিত করতে এ দিন ব্লাড সেন্টারে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহসভাপতি রঞ্জিত মিশ্র সহ সোসাইটির সহসভাপতি সুব্রত কর, শ্রীদীপ কর ও নিরঞ্জন দেব, সাধারণ সম্পাদক করুণাসিন্ধু দে, সাংস্কৃতিক সম্পাদিকা জয়া ভট্টাচার্য, এজিএস দেবরাজ ধর, কার্যনির্বাহী সদস্য শঙ্করী ভট্টাচার্য ও প্রণব বিশ্বাস প্রমুখ। ব্লাড সেন্টারের কাউন্সিলার শতরূপা কংসবণিক ও টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলামের তৎপরতায় এ দিন রক্ত সংগ্রহ করা হয়। তাদের সহযোগিতা করেন সেন্টারের অন্য কর্মীরা।