Barak UpdatesHappeningsBreaking News
রামকৃষ্ণনগর কলেজে মাদক সচেতনতা শিবির

ওয়েটুবরাক, ২৫ মার্চ: লায়ন্স ক্লাব অফ রামকৃষ্ণনগর ও লিও ক্লাব অফ রামকৃষ্ণনগর-এর উদ্যোগে, রামকৃষ্ণনগর কলেজের এনসিসি ও এনএসএস ইউনিটের সহযোগিতায় সোমবার এক মাদক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সমাজে মাদকের কুপ্রভাব রোধে ও যুবসমাজকে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়।
তাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ফিরদৌসি খান। তিনি মাদকের ভয়াবহ প্রভাব, মানসিক ও শারীরিক ক্ষতির দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর বক্তব্য, “মাদক কেবল একজন ব্যক্তির জীবন নয়, বরং একটি গোটা সমাজকে ধ্বংস করতে পারে। তাই এর বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানের দুই অতিথি রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ দীপঙ্কর দাস এবং এনএসএস প্রোগ্রাম অফিসার ডঃ রামাধর প্রজাপতি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। লিও ক্লাবের সদস্য অনিন্দীপ পল, সৌরভ গোস্বামী, প্রিয়ঙ্কর মুখার্জি এবং ঋদম চক্রবর্তীও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা নিয়ে আলোচনা হয়, যেখানে তারা নিজেদের মতামত প্রকাশ করেন এবং মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সচেতনতা শিবির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।