Barak UpdatesHappeningsBreaking News

রামকৃষ্ণনগর কলেজে তিন দিনের টেরাকোটা কর্মশালা সমাপ্ত
3 days Terracotta Workshop was completed at RK Nagar College

ওয়ে টু বরাক, ২ জুন : রামকৃষ্ণনগর কলেজে তিন দিনব্যাপী টেরাকোটা কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়। রিসোর্স পার্সন ড. বিনয় পাল এবং বিজয় সিনহার তত্ত্বাবধানে কর্মশালাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ দিন কলেজ প্রাঙ্গণে সমাপ্তি অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. সুরজিৎ চক্রবর্তী। ড. বিনয় পাল, মনোজিৎ পুরকায়স্থ, মহীতোষ চক্রবর্তী এবং ড. দীপঙ্কর পাল, ড. অঞ্জনা চক্রবর্তী সহ অন্যান্যরা এ ধরনের কর্মশালা আয়োজনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মতামত প্রদান করে।

কর্মশালার মাধ্যমে সুন্দর বস্তু এবং শিল্পকর্ম তৈরির বিষয়ে অনেক উপকৃত হয়েছে এবং শিখেছে বলে জানায় তারা। কলেজের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপিকা ড. অঞ্জনা চক্রবর্তী এবং আইকিউএসি এর কো-অর্ডিনেটর ড. দীপঙ্কর পাল ধন্যবাদসূচক বক্তব্য রাখেন।

Way2barak, June 2 : The three-day Terracotta workshop at Ramkrikshna Nagar College has come to an end on Thursday. The workshop was conducted smoothly under the supervision of resource persons Dr. Binoy Paul and Bijoy Sinha. The valedictory programme was held at the College premises which was presided over by Dr. Surajit Chakrabarty, the Principal of the college.
Dr. Binoy Paul, Monojit Purkayastha, Mahitosh Chakraborty, Dr. Dipankar Paul and Dr. Anjana Chakraborty delivered speeches on the significance of organizing such workshops. The other faculty members of the college also expressed their views on the occasion.

The student participants of the workshop gave their feedback, expressing that they greatly benefited and learned about making beautiful objects and art pieces through the workshop. Dr. Anjana Chakraborty, Department of Sanskrit, coordinated the whole programme. The vote of thanks was delivered by Dr. Dipankar Paul, Coordinator of IQAC of the College.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker