Barak UpdatesHappeningsBreaking News

রাধামাধব রোডের গীতা আচার্য প্রয়াত

ওয়েটুবরাক, ৩১ জানুয়ারি : শিলচরের রাধামাধব রোড জয়গুরু লেনের অত্যন্ত সজ্জন, পরোপকারী প্রবীণা গীতা আচার্য আজ সোমবারে প্রয়াত হয়েছেন৷ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন৷ এ দিন বেলা ১২টা ১৮ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বয়স হয়েছিল ৮৫ বছর৷ রেখে গিয়েছেন  ৪ মেয়ে, একমাত্র ছেলে প্রদীপ আচার্য, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিদের৷ তাঁর মৃত্যুতে এলাকায় শোক পরিলক্ষিত হয়৷ গীতাদেবী ভাষা আন্দোলনেও জড়িত ছিলেন৷ এলাকার নানা উন্নয়নমূলক কাজে সক্রিয় ছিলেন৷

Rananuj

তিনি উপত্যকার প্রখ্যাত চিত্রশিল্পী দুর্গানন্দ আচার্যের সহধর্মিনী এবং কিংবদন্তী শিল্পী অমর আচার্যের কনিষ্ঠ কন্যা৷ গীতাদেবীর পুত্র প্রদীপ আচার্যও একজন প্রতিষ্ঠিত শিল্পী, সংগঠক৷ কন্যা-জামাতারাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত৷ মূলত তাঁর পাঁচ কন্যা ছিলেন৷ বড় মেয়ে বছর কয়েক আগে প্রয়াত হয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker