Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
ওয়েটুবরাক, ১০ জানুয়ারিঃ আগন্তুক ন্যাক টিমের কলেজ পরিদর্শনকে সামনে রেখে রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে ও আইকিউএসি-র সহযোগিতায় স্টুডেন্টস সেটিসফেক্শন সার্ভে শীর্ষক দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সফল ভাবে সম্পন্ন হয় বুধবার। কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী । মূলতঃ ন্যাক টিমের পরিদর্শন কালে ছাত্র ছাত্রীরা কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন এনিয়ে বিশদ ভাবে পড়ুয়াদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যেই এধরণের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, এতে প্রায় তিন শতাধিক ছাত্র ছাত্রীদের ন্যাকের গুরুত্ব, ছাত্র ছাত্রীদের নিজেদের কলেজের প্রতি তাদের ভূমিকা যে সম্পর্কে নানান ধরণের জ্ঞান বিতরণ করা হয়েছে। তিনি জানান, পড়ুয়াদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং ন্যাক টিমের সম্মুখে তারা কিভাবে প্রশ্নের উত্তর দেবে এবিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উক্ত কর্মশালাকে সাফল্য মণ্ডিত করে তুলতে ছাত্র ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকারা যে ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারজন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী, আইকিউএসি-র দুই সহকারী কো-অর্ডিনেটর যথাক্রমে ডঃ অরুণাভ ভট্টাচার্য্য ও স্বর্ণালী রায় চৌধুরী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন।