Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজে আন্তর্জাতিক যোগ দিবস পালিত
ওয়েটুবরাক, ২২ জুনঃ যোগই একমাত্র পারে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে মানুষকে উন্নীত করতে। কাজেই যোগই হচ্ছে মানুষের উন্নতির সোপান । বুধবার আন্তর্জাতিক যোগ দিবস পালনের অঙ্গ হিসাবে শিলচর রাধামাধব কলেজ স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টারের উদ্যোগে ও আইকিউএসি রাধামাধব কলেজের সহযোগিতায় কলেজ প্রক্ষাগৃহে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন শিলচর যোগা নিকেতনের সভাপতি তথা ইউনিফাইড যোগা অ্যালায়েন্স আসাম এর কার্যকরী সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরী ।
রাধামাধব কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস রায়ের পৌরহিত্যে আয়োজিত কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে শেখর পাল চৌধুরী বলেন, পতঞ্জলি ঋষি আমাদেরকে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে জীবনকে সঠিক পথে এবং সুন্দর ভাবে গড়ে তুলতে দিশা দেখিয়ে গেছেন। এই অষ্টাঙ্গ যোগ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। তিনি বলেন, যদি যমকে আমরা ধরে রাখতে পারি তবে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও পরিগ্রহ যা আমাদের সাথে সমাজের সম্পর্ককে তুলে ধরে। আমরা যদি যমকে ধরে রাখতে পারি তাহলে সমাজে সুন্দর বাতাবরণ তৈরি করতে পারবো। তিনি আরও বলেন, নিয়ম হচ্ছে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রনিধান যা আমাদের গড়তে ও আমাদের জীবনকে নিয়মানুবর্তীভাবে নিয়ে যেতে সাহায্য করে। প্রাণায়াম আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ রেখে আমাদেরকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে। প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধির মাধ্যমে আমরা আমাদের প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে পারি, বলেন শেখর পাল চৌধুরী।
তাঁর কথায়, এবারের থিম হচ্ছে ‘বসুদৈব কুটুম্বকম’ । যোগ হচ্ছে মন ও আত্মার সুসংহত ও সামগ্রিক উন্নতি সাধনের প্রক্রিয়া। সুতরাং যোগের মাধ্যমেই সমাজকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। অষ্টাঙ্গ যোগের মাধ্যমেই আমরা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি বলে মন্তব্য করেন আমন্ত্রিত বক্তা শেখর পাল চৌধুরী ।
উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে যোগ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় ও উপাধ্যক্ষা ডঃ অসীমা রায় । আমন্ত্রিত বক্তার বক্তব্য থেকে শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী সহ উপস্থিত ছাত্র ছাত্রীরা অনেকাংশে উপকৃত হয়েছেন বলে জানান তারা। গোটা অনুষ্ঠান সঞ্চালনা সহ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আইকিউএসির কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী ।
এদিন কলেজ প্রেক্ষাগৃহে অনুরূপ ভাবে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার মৃত্যুবার্ষিকীও উদযাপন করা হয়৷ এতে বিভিন্ন বক্তা কলাগুরুর জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা।