Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজের পরিকাঠামো উন্নয়নে ১০ লক্ষ দিলেন দীপায়ন
ওয়ে টু বরাক, ১১ ফেব্রুয়ারি : শিলচর রাধামাধব কলেজের পরিকাঠামোর উন্নয়নে বিধায়ক তহবিল থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করলেন শিলচরের বিধায়ক তথা কলেজের প্রাক্তন ছাত্র দীপায়ন চক্রবর্তী। চলতি বিধানসভা অধিবেশনে ব্যস্ত থাকায় উপস্থিত হতে না পেরে রবিবার কলেজের এক অনুষ্ঠানে ভিডিও মেসেজের মাধ্যমে বিধায়ক এই ঘোষণা করে শহরের ঐতিহ্যবাহী কলেজটির শিক্ষাক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করেন।
রবিবার আরএমসির প্রাক্তনী সংস্থা ও কলেজ আইকিউএসির যৌথ ব্যবস্থাপনায় এক সভা অনুষ্ঠিত হয়। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ দিনের সভার শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রাক্তনী শিপ্রা দাস, শুভাঙ্গী কংসবণিক। তবলায় ছিলেন অনিমেষ দাস। শুরুতে সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন আইকিউএসির কো-অর্ডিনেটর সোনালি চৌধুরী। কলেজের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি কলেজ পরিচালন সমিতির সদস্য অনুপ কুমার রায়, কলেজ অধ্যক্ষ দেবাশিস রায়।
প্রাক্তনী সংস্থার বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংস্থা সভাপতি দেবাশিস সোম। কলেজের বিভিন্ন উন্নয়নের ব্যাপারে প্রাক্তনীদের অংশগ্রহণ করার আহ্বান জানান সভাপতি। এছাড়াও সভায় উপস্থিত সকলকে কলেজের প্রাক্তনী সংস্থা সোসাইটি অ্যাক্টের অধীনে রেজিস্টার হওয়ার বিষয়টিও সদস্যদের অবগত করান তিনি। কলেজ অধ্যক্ষ দেবাশিস রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতির জন্য কলেজের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কলেজের নানাবিধ কাজকর্ম নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখার পাশাপাশি প্রাক্তনী সংস্থার গঠনমূলক কাজকর্মের ভুয়সী প্রশংসা করেন অধ্যক্ষ।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য ও স্বর্ণালী রায় চৌধুরী। উপস্থিত অনেক প্রাক্তনীদের মধ্য থেকে কলেজের প্রথম ব্যাচের ছাত্র রঞ্জিত কুমার চন্দ, অধ্যাপক রাহুল চক্রবর্তী, দেবতোষ চক্রবর্তী, শংকর পাল, শিপ্রা দাস, শিল্পী ভট্টাচার্য, সুব্রত চৌধুরী, সোনালি বণিক, রোজি বেগম, সৌমিত্র দাস, মৃণাল কান্তি পাল, আশিস দাস সহ অন্যান্যরা কলেজের উন্নয়নে গঠনমূলক পরামর্শ দেন। এ দিন মত বিনিময়ের পাশাপাশি প্রত্যেক প্রাক্তনী সদস্যদের সঙ্গে একে অন্যের পরিচয় করিয়ে দেন সংস্থার সভাপতি।
কলেজের বিভিন্ন পাঠ্য কর্মসূচি নিয়ে সদস্যদের অবগত করান আইকিউএসি কো-অর্ডিনেটর। এছাড়াও এ দিনের অনুষ্ঠানের অন্যতম কর্মসূচির মধ্যে ছিল সম্প্রতি সাময়িক প্রসঙ্গ মহিলা ফুটবলে দুরন্ত পারফরম্যান্স করা কলেজ ছাত্রী সীমা বাগদিকে সম্মাননা জ্ঞাপন। কলেজ কর্তৃপক্ষের তরফে প্রাক্তনী সংস্থার কাজের সুবিধার্থে ব্যবস্থা করা একটি কার্যালয়ের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থা সভাপতি দেবাশিস সোম। এ দিনের গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক অরুন্ধতী দত্ত চৌধুরী।