Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের দেওয়াল পত্রিকা ‘ক্রিয়েটিভ উইংস’-এর উন্মোচন
ওয়েটুবরাক, ১৫ মার্চঃ রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের দেওয়াল পত্রিকা ‘ক্রিয়েটিভ উইংস’ প্রকাশিত হলো বৃহস্পতিবার। এদিন কলেজ অধ্যক্ষ ড. দেবাশিস রায় ফিতা কেটে দেওয়াল পত্রিকাটির উন্মোচন করেন।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. রায় বলেন, এটা আমাদের ছাত্রদের সৃজনশীলতা, শিল্পকর্ম যেগুলি এই পত্রিকাতে প্রস্ফূটিত হয়েছে। তিনি বলেন, ‘ক্রিয়েটিভ উইংস’ এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে উদীয়মান প্রতিভারা তাদের শৈল্পিক ও সৃজনশীল সম্ভাবনাগুলি প্রদর্শন করার সুযোগ পায়। এই দেওয়াল পত্রিকা সম্পাদনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ইংরেজি বিভাগের সকল শিক্ষক-শিক্ষয়িত্রী ও ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন তিনি৷ অধ্যক্ষ ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভাল মানুষ হিসাবে গড়ে ওঠার পরামর্শ দেন।
কলেজের ইংরেজি বিভাগের প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, বসন্তের সমাগমে পৃথিবী রঙিন হয়ে ওঠে, ফুলের রঙ, মাটির সুগন্ধ, পাখির গান সবাই সৃষ্টির প্রশংসা করে। ঠিক তেমনি ভাবে আমাদের কলেজের ইংরেজি বিভাগও ‘ক্রিয়েটিভ উইংস’-এর প্রকাশনার জন্য বসন্তের আগমনের অপেক্ষায় থাকে এবং আমরা মনে করি, এটা আমাদের কাছে একটা উৎসব । তিনি দেওয়াল পত্রিকা সম্পাদনায় বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের কর্মচারী উজ্জ্বল কর্মকার সহ কলেজ পড়ুয়া অভিজিৎ দাস, জয়দীপ দাস, রাহুল শীল, প্রিয়া রাই, পল্লবী গোয়ালার ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন, ওইসব ছাত্রছাত্রীর সহযোগিতা ছাড়া এত কম সময়ের মধ্যে দেওয়াল পত্রিকা প্রকাশ করা সম্ভব ছিল না।
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ইংরজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য্য, মণিপুরি বিভাগীয় প্রধান ড. সি এইচ মণিকুমার সিংহ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরী, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্তোষ বরা প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইংরজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ। উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী ও দেবযানী দেব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ, ড. সূর্যসেন দেব ও ড. সুমিতা বসু, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. নবনিতা দেবনাথ, দর্শন বিভাগের অধ্যাপিকা শবনম বড়ভুঁইয়া, মণিপুরি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম সানি সিংহ প্রমুখ।