NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হাফলঙের উদ্দেশে ট্রেন ছাড়ার অর্ডার আসেনি শিলচরে
ওয়েটুবরাক, ২৭ জুনঃ শিলচর থেকে হাফলঙ পর্যন্ত ট্রেন চালানোর সবকিছুই পাকা হয়ে গিয়েছিল। সোমবার দিনের বেলায় এটিএম (কোচিং) পিকে দেউরা সূচিও চূড়ান্ত করে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ ওই সূচি বাতিল বলে জানানো হয়েছে। আশা করা গিয়েছিল, সোমবার রাতেই তা প্রত্যাহার করে মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হবে। কিন্তু রাত সাড়ে এগারোটাতেও এমন কোনও নির্দেশ আসেনি বলে শিলচর স্টেশন সূত্রে জানা গিয়েছে। শিলচর-হাফলং ট্রেন চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বদরপুরের এরিয়া ম্যানেজার অজিতেশ দাসও।
প্রথম নির্দেশ অনুসারে মঙ্গলবার থেকে সকাল ৭টা ২০ মিনিটে স্পেশাল ট্রেনটি রওয়ানা হতো। বদরপুর, সুকৃতিপুর, হিলারা, বিহাড়া, চন্দ্রনাথপুর, দামছড়া, বান্দরখাল, নিউ হারাঙ্গাজাও, জাটিঙ্গা লামপুর হয়ে বেলা সাড়ে এগারোটায় নিউ হাফলঙে পৌঁছনোর কথা ছিল। ওদিক থেকে বিকেল সাড়ে ৩টায় রওয়ানা হয়ে রাত সাড়ে ৮টায় শিলচরে পৌঁছাতো। তবে নতুন নির্দেশ এলে এই সূচি বহাল থাকবে কিনা এখনই বলা মুশকিল৷