Barak UpdatesHappeningsBreaking News
রাতাবাড়ির মন্দিরে অগ্নিসংযোগে মূল অভিযুক্তকে পুলিশের এনকাউন্টার
ওয়ে টু বরাক, ১৯ নভেম্বর : রাতাবাড়ির শতবর্ষ পুরনো মন্দির জ্বালানোর ঘটনায় মূল অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করার জন্যই ঘটনার মূল অভিযুক্ত আনোয়ারকে লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছে। রাতাবাড়ি থানার দাম ছড়া ত্রিপুরা পুঞ্জি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে।
উল্লেখ্য শনিবার সন্ধ্যায় রাতাবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজ দত্ত এক বিশাল বাহিনী নিয়ে অভিযান চালিয়ে রাতাবাড়ির মন্দিরে অগ্নিসংযোগ কাণ্ডের মূল অভিযুক্ত আনোয়ার আলীকে গ্রেফতার করেন। রাতে থানায় জেরা করার সময় আনোয়ার আলী তার কাছে অস্ত্র রয়েছে বলে স্বীকার করে। সেই সূত্রের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্তের সঙ্গে আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ওই সময় আনোয়ার পুলিশের কাছ থেকে বন্ধু কেড়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখনই পুলিশ কুখ্যাত এই অপরাধীকে লক্ষ্য করে গুলি চালায়। এই গুলি চালানোর ঘটনায় আনোয়ার গুরুতর জখম হয়। এরপরই পুলিশ জখম আনোয়ারকে হাসপাতালে ভর্তি করে।