Barak UpdatesHappeningsBreaking News

রাজ্য শিল্পী পেনসন বরাকের চারজনকে

ওয়েটুবরাক, ১৭ জানুয়ারিঃ এ বারের শিল্পী পেনসনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার৷ অতিরিক্ত মুখ্যসচিব মনিন্দর সিংহ জানিয়েছেন, রাজ্যে মোট দেড়শোজন শিল্পীকে এবার পেনশনের জন্য বেছে নেওয়া হয়েছে৷ বরাক উপত্যকাকে এই দীর্ঘ তালিকায় স্থান পেয়েছেন মাত্র চারজন৷ কাছাড়ের দুই শিল্পী এবং করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে একজন করে৷

কাছাড় জেলার শিলচরের আর্ট কটেজ পরিবারের সুদর্শন ধরকে এ বার এই পেনসন দিয়ে সম্মান জানানো হচ্ছে৷ সত্তর বছর বয়সী গিটারবাদক সুদর্শনবাবু একজন চিত্রকরও৷ শিল্পীসম্মান পেনসন পাচ্ছেন লিংক রোডের ৬৮ বছর বয়সী তবলাবাদক কান্তি দত্তও৷

হাইলাকান্দির সত্তর বছর বয়সী দীপক সরকারকেও এই পেনসনের জন্য মনোনীত করা হয়েছে৷ করিমগঞ্জের নতুন পেনসনপ্রাপক শিল্পী হলেন ৬৫ বছরের অনুপম রায়৷

তাঁদের মধ্যে রয়েছেন চিত্রকর, পুতুলশিল্পী, লোকসঙ্গীত শিল্পী, বিহুশিল্পী, মুখোশ নির্মাতা, সত্রীয় নৃত্যশিল্পী, অভিনেতা, ঢুলিয়া, ভাস্কর, বাদ্যশিল্পী, বাঁশশিল্পী, ওঝাগায়ক, শংকরীশিল্পী, ফোটোগ্রাফার, সাউন্ড রেকর্ডিস্ট, নাট্যাভিনেতা, চলচ্চিত্র নির্মাতা৷ সবাই ষাটোর্ধ্ব৷ শুধু শোণিতপুরের রিতুমণি দাস ও যোরহাটের গোবিন মহন্তর বয়স ক্রমে ৪৩ ও ৫৩ বছর৷ তবে তাঁরা মনোনীত হয়েছেন একইসঙ্গে প্রতিবন্ধী শিল্পী হিসেবে৷ রিতুমণি একজন চিত্রশিল্পী এবং গোবিন যন্ত্রশিল্পী৷ দেড়শোজনের সবাই পাবেন ৫০ হাজার টাকা করে এককালীন পুরস্কার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker