Barak Updates
রাজ্য পর্যায়ে পুরস্কৃত রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচির কাছাড় জেলা
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি: রাজ্য পর্যায়ে বিশেষ পুরস্কারে পুরস্কৃত হল কাছাড় জেলার এনএইচএমএ-র রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে)। এই কর্মসূচির আওতায় অধিক সংখ্যক পুষ্টিহীন শিশুর চিকিৎসা করানোর জন্যই বিশেষ পুরস্কারে কাছাড় জেলাকে পুরস্কৃত করা হয়। সোমবার গুয়াহাটির প্রশাসনিক মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক মূল্যায়ন সভায় এই পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান করেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের মিশন সঞ্চালক এস লক্ষ্মী প্রিয়া (আইএএস) সহ রাজ্যের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। এদিন জেলার হয়ে এই পুরস্কার গ্রহণ করেন মেডিক্যাল ও স্বাস্থ্য আধিকারিক (ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার) তথা জেলা অন্ধত্ব নিবারণ কর্মসূচি (এনপিসিবি) জেলা প্রবন্ধক ডাঃ এম আই বড়ভূঁইয়া, বিভাগীয় সংযোজক ইকবাল বাহার লস্কর, এনপিসিবি-র দায়িত্বপ্রাপ্ত কর্মী মৌসমী ভৌমিক সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিন এন এইচ এমের অন্যান্য কর্মসূচির মধ্যে জাতীয় অন্ধত্ব নিবারণ, জাতীয় বধিরতা প্রতিরোধ, জাতীয় মৌখিক স্বাস্থ্য, পুষ্টি পরিসংস্থাপন, রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য ইত্যাদি কর্মসূচির বিভিন্ন প্যারামিটারের যথাযথ পর্যালোচনা দিনভর করা হয় এবং সবকটি বিভাগেই সন্তোষজনক পারফরম্যান্স পরিলক্ষিত হয়। এদিকে, পুরস্কার প্রাপ্তির ফলে প্রশাসনিক অধিকর্তা সহ জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, জেলা এন এইচ এম-এর প্রবন্ধক রাহুল ঘোষ এবং অন্যান্য ঊর্ধতন কর্তৃপক্ষ মহল খুশী ব্যক্ত করেন।