NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
রাজ্যের সব জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স হিমন্তেরVideo conference held by Himanta with district health officials
৪ এপ্রিল : রাজ্যে একের পর এক নতুন সংক্রমণ হওয়ায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সব জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শনিবার রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বিভিন্ন জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে আলোচনা করেন। এই ভিডিও কনফারেন্সে সতীৰ্থ মন্ত্ৰী পীযুষ হাজরিকা, অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্ৰধান (আইন শৃংখলা) জিপি সিং ও স্বাস্থ্য বিভাগের প্ৰধান সচিব সমীর সিনহা অংশ নেন। স্বাস্থ্যমন্ত্ৰীর এই বার্তালাপে বিভিন্ন জেলাশাসক, পুলিশ সুপার তথা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা ছিলেন।
Held a VC with all DCs, SPs & health official in presence of MoS Sri @Pijush_hazarika, ADGP Law & Order Sri @gpsinghassam & Pr Secy Health Sri @samirsinha69. Among others, steps towards combating #COVID2019 and future readiness. #AssamCares pic.twitter.com/fpOLqEIU1r
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 4, 2020
এই আলোচনায় কোভিড-১৯ প্ৰতিরোধমূলক ব্যবস্থা তথা আগামী দিনগুলোতে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে৷ এ দিন রাতে এই কনফারেন্সের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।