NE UpdatesHappeningsBreaking News
রাজ্যে পাশের হার কমল ১২ শতাংশ
ওয়েটুবরাক, ১২ এপ্রিল: সেবার হাত থেকে অসমের াধ্যমিক পরীক্ষার ভার নবগঠিত অসম রাজ্য স্কুল শিক্ষা পরিষদের হাতে যাওয়ার পরে প্রথম এইচএসএলসি পরীক্ষায় গতবারের তুলনায় পাশের হার প্রায় ১২ শতাংশ কমল। যোরহাটের প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের আমিশি ৬০০-র মধ্যে ৫৯১ নম্বর পেয়ে প্রথম ও অনির্বাণ বরগোঁহাই ৫৮৯ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে। ৫৯০ পেয়ে দ্বিতীয় হয় গুয়াহাটির নুনমাটি অসম জাতীয় বিদ্যালয়ের সপ্তর্ষি বরদলৈ। মোট পাশের হার ৬৩.৯৮ শতাংশ। ২০২৪ সালে পাশের হার ছিল ৭৫.৭%। শিবসাগর ৮৫.৫৫ শতাংশ পাশের হার নিয়ে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে। তালিকায় সর্বশেষ স্থানে থাকা বরাকের শ্রীভূমি জেলায় পাশের হার মাত্র ৪৭.৯৬ শতাংশ। পাশের হার কমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, “এই পরিসংখ্যান রাজ্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানে রাজ্য সরকারের ব্যর্থতার ইঙ্গিত দেয়। সরকার একের পর এক স্কুল বন্ধ করছে। নিত্য নতুন নিয়ম চাপিয়ে দিচ্ছে। শিক্ষামন্ত্রীকে স্বাধীন ভাবে কাজ করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। তাঁর বড়াই ব্যর্থ করে, চা বাগান এলাকায় মডেল স্কুলগুলি কাঙ্ক্ষিত ফল করতে পারেনি।” শিক্ষামন্ত্রী রণোজ পেগু বলেন, “তফসিলি জাতি (৫৮.৫৬%) এবং চা বাগান সম্প্রদায়ের (৫১.৮৯%) মধ্যে পাশের হার কম হওয়া উদ্বেগজনক। ২০২৫-২৬ সালে, শিক্ষা বিভাগ শিক্ষার ব্যবধান পূরণ করতে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাগত প্রচারের জন্য এই দুই সম্প্রদায়কে অগ্রাধিকার দেবে।”