NE UpdatesHappeningsBreaking News
রাজ্যে পথ সুরক্ষা সপ্তাহের সূচনা করলেন মন্ত্রী পরিমল
গুয়াহাটি, ১১ জানুয়ারি : সারা দেশের সঙ্গে বুধবার আসামেও শুরু হল জাতীয় পথ সুরক্ষা সপ্তাহ। গুয়াহাটির প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে রাজ্যস্তরে পথ সুরক্ষা সপ্তাহের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সপ্তাহব্যাপী এই কার্যসূচি চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এই অনুষ্ঠানে পরিবহণ বিভাগের কমিশনার আদিল খান, বিভাগের অতিরিক্ত কমিশনার গৌতম দাস সহ অন্য আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জনগণকে যানবাহনের সব নীতি নিয়ম মেনে চলার আহ্বান জানান। মন্ত্রী বলেন, দু চাকার বাহন চালানোর সময় চালককে হেলমেট এবং চার চাকার বাহন চালানোর সময় সিটবেল্ট লাগাতে হবে। তিনি আরও বলেন, এই সপ্তাহ জুড়ে বিভিন্ন প্রকাশ্য স্থানে বা বাণিজ্যিক এলাকার জনবহুল স্থানে গাড়িচালক ও হ্যান্ডিম্যানের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।