NE UpdatesHappeningsBreaking News
রাজ্যে নতুন ৫টি ভ্রাম্যমান রক্তদান বাহনের ফ্ল্যাগঅফ হিমন্তের, শিলচর পাচ্ছে ১টি
গুয়াহাটি, ৭ নভেম্বর : রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে পাঁচটি ভ্রাম্যমান রক্তদান বাহন সংযোজন করা হলো। মঙ্গলবার দিশপুর জনতা ভবন চত্বরে অসম রাজ্য রক্ত সংরক্ষণ পরিষদের পাঁচটি ভ্রাম্যমান রক্তদান বাহন আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। উল্লেখ্য অসম রাজ্য রক্ত সংরক্ষণ পরিষদের তত্ত্বাবধানে স্বেচ্ছামূলক রক্তদান কার্যসূচিতে সহায়তা করার জন্য রাজ্যের পাঁচটি হাসপাতালকে এই বাহন দেওয়া হয়েছে। এই পাঁচটি হাসপাতালের মধ্যে রয়েছে শিলচরের এস এম দেব সিভিল হাসপাতাল, গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, কোকরাঝাড় মেডিক্যাল কলেজ হাসপাতাল, মঙ্গলদৈ সিভিল হাসপাতাল ও শিবসাগর সিভিল হাসপাতাল।
স্বাস্থ্যমন্ত্রী কেশব মোহন্ত এবং মন্ত্রী জয়ন্তমূল্য বড়ুয়ার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ফ্ল্যাগ অফ করার সঙ্গে সঙ্গে এই পাঁচটি রক্তদান গাড়ি নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। এই অনুষ্ঠানের রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অবিনাশ যোশি, সচিব বর্ণালী শর্মা এবং অসম রাজ্য রক্ত সংরক্ষণ পরিষদের অধ্যক্ষা ইন্দ্রানুসি দাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অসম রাজ্য রক্ত সংরক্ষণ পরিষদ রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে প্রয়োজনীয় রক্ত যোগান দিতে সহায়তা করার জন্য স্বেচ্ছামূলক রক্তদান কার্যসূচির মাধ্যমে রাজ্যবাসীকে উৎসাহিত করে আসছে। রাজ্যের বিভিন্ন অংশে আগ্রহী জনগণ যাতে স্বেচ্ছামূলক রক্তদান করতে গিয়ে কোনও অসুবিধার সম্মুখীন না হন সেজন্য ২০১৯-২০ বর্ষে বেশ কয়েকটি জেলাকে নিয়ে মোট ১১টি ভ্রাম্যমান রক্তদান গাড়ি প্রথমবারের জন্য স্বেচ্ছামূলক রক্ত দান কার্যসূচিতে সংযোজন করা হয়েছিল।