NE UpdatesHappeningsBreaking News
রাজ্যে আক্রান্ত আরও ৬, সংখ্যা বেড়ে ২২২
২২ মে : শুক্রবার বিকেল চারটায় টুইট করে আরও ৬ জনের আক্রান্তের খবর জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ৬ জনই তেজপুর কোয়ারেন্টাইনে সেন্টারে ছিলেন। এঁরা সবাই শোণিতপুর জেলার বাসিন্দা।
সকাল ৮টায় দিনের প্রথম টুইট করে মন্ত্রী জানান, তেজপুর বিশ্ববিদ্যালয় জোনাল কোয়ারেন্টাইন সেন্টার থেকে দুজন আক্রান্তের খবর পাওয়া গেছে। এদের একজন ঢাকুয়াখানার ও অন্যজন ওদালগুড়ির। সকাল ১১টায় মন্ত্রীর দ্বিতীয় টুইটে আরও দুই আক্রান্তের কথা জানা যায়। এই দুই আক্রান্ত শিবসাগরের। তাদের যোরহাট সেন্টারে কোয়ারেন্টাইন করা হয়েছিল। তৃতীয় টুইটে শিলচর ও হাইলাকান্দির দুজন আক্রান্ত হওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এরপর চতুর্থ টুইটে আরও ৬ জন।
📌Alert ~ Six persons from Tezpur quarantine centre are found #COVID19 +. All of them belong to Sonitpur district.
↗️Total cases 222
↗️Recovered 54
↗️Active cases 161
↗️Deaths 04
↗️Migrated 03Update 4.00 pm / May 22#AssamCovidCount pic.twitter.com/GTjWwGaLQF
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 22, 2020
এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২২। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৪ জন। করোনা সংক্রমণের ফলে মারা গেছেন ৪ জন। স্থানান্তর করা হয়েছে ৩ জনকে। বর্তমানে রাজ্যে মোট ১৬১ জনের দেহে সংক্রমণ সক্রিয় রয়েছে। শুক্রবার সকাল থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২।