NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
রাজ্যের চা শ্রমিকদের দৈনিক মজুরি বেড়ে ২১৭ টাকা
২০ ফেব্রুয়ারি ঃ রাজ্যের চা শ্রমিকদের দৈনিক মজুরি বেড়ে ২১৭ টাকা হচ্ছে। শনিবার রাজ্য সরকারের কেবিনেট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পৌরোহিত্যে এ দিন ব্রহ্মপুত্র রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, চা শ্রমিকদের দৈনিক মজুরি আগের ১৬৭ টাকা থেকে বেড়ে ২১৭ টাকা বৃদ্ধি করা হবে।
চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন থেকেই দাবি জানিয়ে আসছে বিভিন্ন চা শ্রমিক সংগঠন। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় চা শ্রমিকদের মজুরি সমান নয়। ব্রহ্মপুত্র উপত্যকায় ১৬৭ টাকা থাকলেও বরাকে চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা। সমহারে মজুরি দেওয়ার জন্য যেমন দাবি রয়েছে, তেমনি শ্রমিক সংগঠনগুলো দৈনিক মজুরি ৩৫১ টাকা করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চা শ্রমিকদের মজুরি ৩৫১ টাকা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বার ভোটের মুখে মজুরি দাবিমতো না হলেও তা কিছুটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেবিনেট কমিটি।
কেবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষুদ্র চা বাগানে কর্মরত শ্রমিকদের মজুরি নির্ণয় করার জন্য এক জনের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিশনার সচিব জে বি এক্কার নেতৃত্বে গঠিত এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ক্ষুদ্র চা শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে বলে কেবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে।