India & World UpdatesHappeningsBreaking News
রাজ্যসভায় ৮ আসনে জয়ী বিজেপি, কংগ্রেস ও ওয়াইএসআর জিতল ৪টি করে
২০ জুন : শুক্রবার দেশে ১৯টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি। অন্ধ্রপ্রদেশে শাসক ওয়াইএসআর কংগ্রেস ৪টি আসনের সবক’টিতেই জয় ছিনিয়ে নিয়েছে। তাছাড়া বিশিষ্ট নেতাদের মধ্যে দিগ্বিজয় সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও শিবু সোরেন সহজেই জয়ী হন। গুজরাটে বিজেপি ৩টি আসন পেয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে একটি আসনে। বিজেপি মধ্যপ্রদেশে দুটি আসনে এবং রাজস্থান, মণিপুর ও ঝাড়খণ্ডে একটি করে আসনে জয়ী হয়েছে। কংগ্রেস রাজস্থানে পেয়েছে দুটি আসন ও মধ্যপ্রদেশে ১টি।
রাজস্থানে শাসক কংগ্রেস দল যে ৩টি আসনে নির্বাচন হয়েছে, এরমধ্যে ২টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে। এ নিয়ে রাজস্থানের ১০টি রাজ্যসভা আসনের মধ্যে ৩টি রয়েছে কংগ্রেসের দখলে, বাকি ৭টি আসন রয়েছে বিজেপির। গুজরাটে ৪টি আসনে ভোটগণনা ৪ ঘণ্টা দেরিতে শুরু হয়। ফলে গুজরাটের ফলাফল আসতে কিছুটা দেরি হয়।
অন্যদিকে, ঝাড়খণ্ডের জেএমএম, মেঘালয়ে এনপিপি ও মিজোরামে এমএনএফ ১টি করে আসন নিজেদের দখলে রেখেছে।সবমিলিয়ে ৮টি রাজ্যের ১৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন গত ২৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।