India & World UpdatesBreaking News
রাজ্যসভায় শপথ নিলেন মনমোহন সিং
২৩ আগস্ট : রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার সকালে মনমোহন সিংকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গুলাম নবী আজাদ, আহমেদ প্যাটেল, আনন্দ শর্মা প্রমুখ। উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও বেশ কয়েকজন বিজেপি নেতাও। রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মনমোহনকে অভিনন্দন জানান সোনিয়া, রাহুল ও গুলাম নবী আজাদ সহ প্রত্যেকেই।
প্রসঙ্গত, রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৮৬ বছর বয়সী মনমোহন সিং। মনমোহনের বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি বিজেপি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন মনমোহন। চলতি বছরের ১৪ জুন উচ্চকক্ষ থেকে অবসর গ্রহণ করেছিলেন মনমোহন। এরপর খুব কম দিনের মধ্যেই রাজ্যসভায় ফিরে এলেন মনমোহন। এর আগে উত্তর-পূর্বের রাজ্য অসম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন সিং।