NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যজুড়ে উনিশে মে-র আয়োজন বাংলা সাহিত্য সভার
ওয়ে টু বরাক, ১৮ মে ঃ ১৯৬১-র উনিশে মে মাতৃভাষা রক্ষার জন্য শিলচরে যে ভাষা সেনানীরা প্রাণ আহুতি দিয়েছিলেন, তাঁদের আত্মত্যাগ স্মরণ করতে ও পৃথিবীর সমস্ত ভাষার মঙ্গল কামনার্থে সারা অসম জুড়ে “ভাষা দিবস” পালনের বিরাট উদ্যোগ গ্রহণ করেছে বাংলা সাহিত্য সভা অসম। সভার তরফে রাজ্য সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী জানান, বরাকের বিভিন্ন শাখা তো বটেই গোটা ব্রহ্মপুত্র উপত্যকা জুড়ে বিপন্ন মাতৃভাষা সচেতনতা দিবস রূপে দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আর যেন কোনও মায়ের বুক ভাষার জন্যে খালি না হয়, সেই সচেতনতা বৃদ্ধির জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, একবারে ধুবড়ি-গৌরীপুর, কোকরাঝাড়, বঙাইগাঁও থেকে শুরু করে লংকা হয়ে ডিব্রুগড় তিনসুকিয়া পর্যন্ত সমগ্র উপত্যকায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে রবিবার। গুয়াহাটিতে সভার পাণ্ডু-মালিগাঁও শাখার উদ্যোগে কামাখ্যানগরের কমিউনিটি হলে দিবসটি পালিত হবে। সময় বিকেল ৫টা থেকে। অনুষ্ঠানে ভাষাপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন সভার পাণ্ডু-মালিগাঁও শাখার সভাপতি প্রতিমা ভৌমিক।