Barak UpdatesHappeningsBreaking News
রাজদীপের টুইটে মোদির প্রতিক্রিয়া, পক্ষে-বিপক্ষে চর্চা
ওয়েটুবরাক, ৪ এপ্রিল : “উন্নয়নের ফলে শিলচর ও তার আশপাশের মানুষের জীবনযাত্রা আরও আরামপ্রদ” হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংসদ রাজদীপ রায়ের টুইটের জবাবে মোদি এই প্রতিক্রিয়ার পরেই সরব নেটিজেনরা। পক্ষে-বিপক্ষে চলছে চর্চা।
প্রথমে শিলচর লোকসভা কেন্দ্রের প্রভূত উন্নতি হয়েছে, এমন দাবি করে টুইট করেন বিজেপি সাংসদ রাজদীপ রায়। তিনি বলেন, “উন্নয়ন শব্দটিকেই এখানকার মানুষ ভুলতে বসেছিলেন। এমন সময়ই প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি।” তিনি তাঁর মন্তব্যের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মোদী কিছুক্ষণের মধ্যে টুইটারেই তাঁর সন্তুষ্টি ব্যক্ত করেন। রাজদীপ শুধু শিলচরের কথা বলেছিলেন, মোদী যুক্ত করেন আশেপাশের এলাকাকেও। এর পরেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা ধরনের আলোচনা, সমালোচনা। রাজদীপ রায়ের টুইট এবং মোদীর জবাব রিটুইট করতে থাকেন দলের নেতাকর্মীরা। বিরোধী রাজনৈতিক দলের নেতারাও একে হাতিয়ার করে প্রতিআক্রমণে নামেন। প্রশ্নের পিঠে প্রশ্ন করছেন তাঁরা। এলাকার বিভিন্ন সমস্যার চিত্র সামনে রেখে উন্নয়নের সংজ্ঞা জানতে চাইছেন নেটিজেনদের অনেকে।
তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “বৃষ্টির মরশুম শুরু হতেই মানুষ আতঙ্কে। গত বছরের বন্যার করুণ অভিজ্ঞতায় উন্নয়নের নতুন নজিরই দেখেছেন শিলচরবাসী।”
এত বড় বন্যার পর এক বছরেও বাঁধ সংস্কারে কেউ গুরুত্ব দেননি বলে অভিযোগ, অসন্তোষ প্রকাশ করেছেন বহু সাধারণ নাগরিক। বৃষ্টির দরুন এ দিন সকালেও যে সব এলাকায় হাঁটুজল জমে রয়েছে, সেই চার্চ রোড, অম্বিকাপট্টি ঘুরে যেতে সাংসদকে অনুরোধ করেন অনেকে।