Barak UpdatesHappeningsBreaking News

রাগিঙের অভিযোগ নাড়িয়ে দিল শিলচর মেডিক্যাল কলেজকে

ওয়েটুবরাক, ৯ মার্চ : না, কোনও নাম-ধাম নেই৷ কোন ডিপার্টমেন্ট এরও উল্লেখ নেই৷ শুধু সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট৷ দীর্ঘ খোলা চিঠিই বলা যায় একে৷ তিনি জানিয়েছেন, ডাক্তারি পড়তে শিলচর মেডিক্যাল কলেজে এসে এখন মারা যাওয়ার উপক্রম৷ পিজি পড়ুয়াদের দ্বারা মানসিক অত্যাচারে আর পারা যাচ্ছে না৷ তাঁর কথায়, আত্মহত্যার কথাও মাথায় আসে মাঝেমাঝে৷

কিন্তু নাম-পরিচয় নেই কেন? শুধু সোশ্যাল মিডিয়ায় কেন? তিনি লিখলেন, নাম প্রকাশ পেলে পিজি-রা খুন করে ফেলবে তাকে৷

এমনই পরিস্থিতি শিলচর মেডিক্যালে? অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া ওই ফেসবুক পেজেই লিখেছেন, “আমার সঙ্গে দেখা করো৷ অভিযুক্তদের তথ্য দাও৷ কড়া ব্যবস্থা নেব৷”

সুপার ডা. ভাস্কর গুপ্ত অভয় দিয়েছেন, নাম গোপন থাকবে৷ অভিযোগকারী তাকে ফোনেও জানাতে পারে৷ অধ্যক্ষ বা উপাধ্যক্ষকেও বলতে পারে৷ তাঁর কথায়, গত বছরও একটা অভিযোগ এসেছিল৷ পাঁচজন ছাত্রকে ছয় মাসের জন্য কলেজ থেকে এবং চিরকালের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ কিন্তু আজও অভিযোগকারীর নাম প্রকাশ করা হয়নি৷ কিন্তু অভিযোগকারীকে অভিযোগটা ঠিকঠাক জানানো চাই৷

অভিযোগ জানাতে বলেছেন কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তাও৷

ঠিকঠাক প্রক্রিয়ায় অভিযোগ না জানালেও সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট শিলচর মেডিক্যাল কলেজকে নাড়িয়ে দিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় বইছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker