Barak Updates
রাখি সংঘের পুজো এ বার সুবর্ণজয়ন্তী বর্ষে
৪ অক্টোবর : এ বার ৫০ বছরে পা দিতে চলেছে রাখি সংঘের পুজো। শিলচর সোনাই রোডে রাখি সংঘের পরিচালনায় পূর্ব দেশপ্রিয় রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি এ বছর বাজেট রেখেছে কুড়ি লক্ষ টাকা।সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো উপলক্ষে সবকিছুতেই নতুনত্ব থাকবে ঠিকই, তবে উদ্যোক্তারা স্থানীয় শিল্পীদের দিকেই বেশি জোর দিয়েছেন। মণ্ডপ তৈরি করছেন দিলীপ কর এবং প্রতিমা শিল্পী অনিল আচার্য। কাল্পনিক একটি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। সুবর্ণজয়ন্তী বর্ষে সোনালি আভায় উজ্জ্বল হয়ে উঠবে মণ্ডপ। দুর্গা প্রতিমা সাজিয়ে তোলা হবে রাজস্থানি পোশাকে
আলোর ওপরও অনেক বেশি জোর দিচ্ছেন উদ্যোক্তারা। আলোর ব্যবস্থাপনা রয়েছেন অজু দেবনাথ। ৬৫ ফুট উঁচু দুটি আলোর তোরণ তৈরি করা হবে এবং রাস্তার পাশেও থাকবে নানা ধরনের নজরকাড়া ডিসপ্লে।
পুজো কমিটির সভাপতি মানস দত্ত, সম্পাদক গনেশ চক্রবর্তী সহ অন্যরা জানালেন, রাখি সংঘের পুজো চত্বরে ভিড় নিয়ন্ত্রণে তাঁরা নিজস্ব স্বেচ্ছাসেবককে কাজে লাগাবেন। ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচিকে সামনে রেখে পুজো কমিটি সাফাই অভিযানের দিকেও বিশেষ নজর দিয়েছে। পুজো উদ্যোক্তারা জানান, সুবর্ণ জয়ন্তীর পুজো মণ্ডপ উদ্বোধন করা হবে পঞ্চমীতে। এ দিন রাত ৮টায় মণ্ডপের উদ্বোধন করবেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী মৃণ্ময়ানন্দজি মহারাজ।
এর পাশাপাশি এদিন মোট কুড়ি জন ব্যক্তিকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হবে। পুজোর তিন দিন ধরেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্য অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে দুঃস্থদের বস্ত্র বিতরণ, মহালয়ার ভোরে লাইভ অনুষ্ঠান ইত্যাদি।