India & World UpdatesCultureBreaking News
রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম প্রয়াত
১৯ সেপ্টেম্বরঃ চলে গেলেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে কলকাতায় প্রয়াত হন তিনি।
বারো বছর বয়স থেকে সুচিত্রা মিত্রের কাছে সঙ্গীতশিক্ষা শুরু হয় তাঁর। একে পাথেয় করেই পরবর্তী সময়ে ভারতীয় সঙ্গীতের দুনিয়ায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে বিশেষ জায়গা করেছিলেন পূর্বা দাম। রবিঠাকুরের গান নিয়ে একাধিক জনপ্রিয় অ্যালব্যাম রেকর্ড করেছেন। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাঁকে ‘সঙ্গীত সম্মান’ প্রদান করা হয়েছিল।
আকাশবাণীতে রেকর্ডিং তাঁর কণ্ঠ ছড়িয়ে দিয়েছিল সর্বত্র। ‘সীমার মাঝে অসীম তুমি’, ‘যদি তোমার দেখা না পাই প্রভু’, ‘সন্ধ্যা হল গো ও মা’ – এসব গান তাঁর কণ্ঠে শুনলে অন্য আবেগ সঞ্চারিত হয় শ্রোতার প্রাণে। রবিঠাকুরের সৃষ্ট কথা, সুর অপূর্ব লাবণ্যময় হয়ে উঠত তাঁর বিশেষ গায়কিতে।
পূর্বা দামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি জানান, ‘তাঁর সঙ্গে আমার বিশেষ হৃদ্যতার সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে রবীন্দ্র- সঙ্গীত জগতে এক শূন্যতার সৃষ্টি হল।আমি পূর্বা দামের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি’। তাঁর প্রয়াণে শোকের আবহ বরাক উপত্যকার শিল্পী এবং বোদ্ধামহলেও৷