Barak UpdatesCulture
রবীন্দ্রসঙ্গীতের বিশারদ পরীক্ষায় রৌপ্যপদক শিলচরের মৌমিতার
ওয়ে টু বরাক, ২৬ ফেব্রুয়ারি : বঙ্গীয় সঙ্গীত পরিষদ অনুমোদিত রবীন্দ্র সঙ্গীতের বিশারদ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে রৌপ্যপদক লাভ করেছেন শিলচরের ড. মৌমিতা নাথ। অগ্নিবীণা সঙ্গীত অ্যাকাডেমির অধ্যক্ষ তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী তাপস শঙ্কর দেব (মান্না) এর তত্বাবধানে মৌমিতা দীর্ঘদিন ধরে নজরুল এবং রবীন্দ্র সঙ্গীতে তালিম নিচ্ছেন। মৌমিতা বর্তমানে আরিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতায় রয়েছেন। তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রি শেখর দাসের সহধর্মিনী।
মৌমিতা বলেন, তাঁর এই সাফল্যের পেছনে সঙ্গীতগুরু তাপস শঙ্কর দেব এবং বিখ্যাত তবলা বাদক প্রবীর ভট্টাচার্যের যথেষ্ট অবদান রয়েছে। এছাড়া পরিবারের তরফ থেকে বাবা সুভাষ চন্দ্র নাথ, মা নিভা ননী দেবী, শ্বাশুড়ি পূরবী দাস এবং স্বামী হিমাদ্রি শেখর দাস পাশে না দাঁড়ালে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হতো না। আগামীতে তিনি রবীন্দ্র সঙ্গীতে গভীরভাবে মনোনিবেশ করতে চান। মৌমিতার এই অসামান্য সাফল্যে শুভানুধ্যায়ীদের মধ্যে খুশির হাওয়া বইছে।