Barak UpdatesHappeningsBreaking News

চলে গেলেন ভাষাসেনানী পার্থসারথি সেন

ওয়েটুবরাক, ১ মার্চ: চলে গেলেন পার্থসারথি সেন৷ রবিবার ভোর ৬টায় বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বয়স হয়েছিল ৮১ বছর৷ ১৯৬১-র ভাষাসেনানী পার্থবাবু বেশ কিছুদিন ধরে বেঙ্গালুরুতে ছোট ছেলে বাদশার বাড়িতে ছিলেন৷ গত বুধবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেখানকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শনিবার ছিলেন ভেন্টিলেশনে৷

বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ রথীন্দ্রনাথ সেনের পুত্র পার্থবাবু ছিলেন এএসইবি অফিসার৷ বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। নাট্যজগতে তিনি ছিলেন নির্দেশক, অভিনেতা, নাট্যকার৷ করিমগঞ্জের মুখোশ এবং নাট্যগোষ্ঠী দুটিরই প্রতিষ্ঠাতা ছিলেন পার্থসারথি৷ ফুটবল মাঠে তিনি বাঁশি বাজিয়েছেন অনেকদিন৷ করিমগঞ্জ লন টেনিস ক্লাবের সদস্যও ছিলেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের মতামত জানিয়ে গিয়েছেন৷

পার্থবাবুর প্রয়াণের খবর রবিবার সকালেই বরাক উপত্যকায় ছড়িয়ে পড়ে৷ সর্বত্র শোক দেখা দেয়৷ বিশেষ করে, করিমগঞ্জ জেলায় দিনভর তাঁকে নিয়েই চর্চা চলে৷ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে৷ সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের শীর্ষকর্তা নীহারেন্দু পুরকায়স্থ বলেন, শোক জানানোর ভাষা নেই৷ নাট্যজগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল৷

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী মন্দিরা নন্দী বলেন, তাঁর চলে যাওয়ায় করিমগঞ্জ হারালো এক সুন্দর অমায়িক ব্যক্তিকে । শোক প্রকাশ করেছেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন পুরপতি ডা. মানস দাস প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker