Barak UpdatesHappeningsBreaking News

রবীন্দ্রনাথকে সামনে রেখে দুর্গাপূজা করিমগঞ্জের কুশিয়ারকুলে

ওয়েটুবরাক, ১৮ অক্টোবরঃ করিমগঞ্জ টাউন কালীবাড়ি রোডের কুশিয়ারকুল সর্বজনীন পুজো কমিটির এ বার পঞ্চাশ বছর৷ তাই স্বর্ণজয়ন্তী বর্ষের পুজোয় অভিনবত্ব আনার জন্য চেষ্টার ত্রুটি রাখেননি আয়োজকরা৷ রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখেই কুশিয়ারকুলের পুজো আয়োজন৷ কবিগুরু ১৯১৯ সালে করিমগঞ্জ রেলস্টেশনে পদার্পণ করেছিলেন৷ আধঘণ্টা সেখানে অবস্থান করেছিলেন, নাগরিক সংবর্ধনা গ্রহণ করে ভাষণও দিয়েছিলেন৷ তাই তাঁর প্রতি করিমগঞ্জ জেলার মানুষের আবেগ আজও বর্তমান৷ তাই তাঁকে সামনে রেখেই দুর্গাপূজার বড় আয়োজন করলেন তাঁরা৷

Rananuj

কুশিয়ারকুল পূজা কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, জোড়াসাকোর ঠাকুরবাড়ির ছোঁয়ায় বাঁশনির্মিত মণ্ডপ নির্মাণ করা হয়েছে৷ মণ্ডপের ভেতরে সিলিঙে আঁকা হয়েছে কবিগুরুর  নানা বই৷ দেওয়ালে, কার্নিসে থাকছে তাঁর নানা কবিতার পংক্তি৷ বিশেষ গুরুত্ব পাবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতাগুলি৷

পুরুলিয়ার ছৌ নাচ এবং মহিলাদের ব্যান্ডেও এ বার তারা সকলের আকর্ষণ কাড়তে চাইছেন৷  থাকবে বিশেষ আলোকসজ্জা৷ বৃহস্পতিবার মহাপঞ্চমী তিথিতে মণ্ডপের উদ্বোধন করা হবে৷ প্রতিমা নিরঞ্জন দ্বাদশীর রাতে৷ এতেও আকর্ষণ থাকবে বলে আগাম জানিয়ে রেখেছেন কর্মকর্তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker