Barak UpdatesHappeningsBreaking News
রবীন্দ্রজয়ন্তী ও ভাষা শহিদ দিবসে কেন গুণোৎসব, প্রশ্ন তুলল বরাক বঙ্গ
ওয়েটুবরাক, ২৪ মার্চ : রবীন্দ্রজয়ন্তী এবং ভাষা শহিদ দিবসে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় কেন গুণোৎসবের আয়োজন, এ নিয়ে রাজ্যের সর্বশিক্ষা অভিযান মিশনের কাছে প্রশ্ন তুলল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত অসম সর্বশিক্ষা অভিযান মিশনের সঞ্চালক রুশনি করোতির কাছে চিঠি লিখে অবিলম্বে ওই সূচিতে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন।
বরাকবঙ্গের এই দাবি নিয়ে করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বুধবার শিক্ষা বিভাগের কমিশনার সচিব প্রীতম শইকিয়ার সঙ্গে কথা বলেন । সম্মেলনের চিঠির প্রতিলিপিও কমলাক্ষ তাঁর কাছে তুলে ধরেন। শইকিয়া বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগের বিবেচনার আশ্বাস দেন।
সাধারণ সম্পাদক দত্ত সর্বশিক্ষা মিশনের সঞ্চালককে দেওয়া চিঠিতে বলেন, রাজ্যের শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (এসসিইআরটি) যেখানে শিক্ষা সংক্রান্ত বার্ষিক ক্যালেন্ডারে রবীন্দ্র জয়ন্তী ও ভাষা শহিদ দিবস বরাক উপত্যকার বিদ্যালয় সমূহে ‘উদযাপন দিবস’ হিসেবে চিহ্নিত করেছে, সেখানে তাকে উপেক্ষা করে দুই দিনেই গুণোৎসবের আয়োজন করা হয়েছে। তাই এই দুই দিন দুই জেলায় গুণোৎসব আয়োজন না করার আর্জি রেখে সূচিতে প্রয়োজনীয় সংশোধনী চাওয়া হয়েছে। সাধারণ সম্পাদক দত্ত বলেছেন, রাজ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য যেখানে সরকার উদ্যোগী হয়েছেন সেখানে গুণোৎসব সফল করতে সমাজের সব মহলের সহযোগিতা জরুরি। এ জন্য গোটা বিষয়টি যেন পর্যালোচনা করে দেখা হয়।
চিঠির প্রতিলিপি এদিনই দুই জেলার বিধায়কদের হাতে পাঠিয়ে দেওয়া হয়। এটা পেয়েই উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন। বরাকবঙ্গের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত সম্মেলনের আর্জি সরকারের দরবারে তাৎক্ষণিক তৎপরতায় পৌঁছে দেওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।