Barak UpdatesHappeningsBreaking News

রবি কান্নান, আহমদ আলি সহ ২২ জনকে গোবিন্দপুরে সংবর্ধনা

ওয়েটুবরাক, ৮ মার্চ : বড় মানুষেরা এমনই হয়৷ ডা. রবি কান্নান ও আহমদ আলি পূর্ব গোবিন্দপুরে প্রগতিশীল নাগরিক মঞ্চের এক অনুষ্ঠানে পাশাপাশি বসে পরস্পরের খোঁজ নিলেন৷ এক মঞ্চে সংবর্ধিত হলেন দুজনই৷ পরে সংবর্ধনার জবাবে ডা. কান্নান বললেন, আহমদ আলির সমাজসেবার কোনও তুলনা হয় না৷ তাঁর তুলনায় আমার কাজকর্ম অতি তুচ্ছ৷ অনুকূল পরিবেশে, নিজের আর্থিক সামর্থের একাংশ ব্যয় করে অনেকে সমাজের জন্য কাজ করতে পারেন৷ কিন্তু নিজের কিছু না থাকা সত্ত্বেও রিকশা চালিয়ে এলাকায় একের পর এক স্কুল খোলা, সেটা আহমদ আলির পক্ষেই সম্ভব৷ এমন প্রশস্তিতে আহমদ আলি আপ্লুত৷ কান্নান বক্তৃতা শেষ করতেই তাঁকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, “কোথায় আপনি, আর কোথায় আমি!”
পদ্মশ্রী ডা. রবি কান্নান, আহমদ আলি সহ মোট ২২ জনকে গত মঙ্গলবার প্রগতিশীল নাগরিক মঞ্চের তরফে সংবর্ধনা জানানো হয়৷ তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মিলনউদ্দিন লস্কর, অবিসা-র মুখ্য আহ্বায়ক বাহারুল ইসলাম বড়ভূইয়া, বরাক ভিশন এনজিওর মুখ্য কর্তা জিএম চৌধুরী, শিক্ষাবিদ ফয়জুর রহমান হাজারি, আবুল খয়ের চৌধুরী প্রমুখ৷ ছিলেন প্রগতিশীল কৃষক, সমাজকর্মীরাও। পূর্ব গোবিন্দপুর আলজামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা খানকায়ে মদনিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরি, নেহরু কলেজের প্রাক্তন অধ‍্যক্ষ আবিদরাজা মজুমদার, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন, কাছাড় কলেজের অধ‍্যাপক সামস উদ্দিন, শিক্ষাবিদ মুরাদ আহমেদ লস্কর, সমাজসেবী কল্যাণ চক্রবর্তী প্রমুখ৷
সভাপতিত্ব করেন মঞ্চের মুখ্য আহ্বায়ক লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ আব্দুল শুক্কুর বড়ভূইয়া৷ তিনি গোবিন্দপুরের গৌরবগাথা সংক্ষেপে তুলে ধরেন৷
সভা সঞ্চালনা করেন কুতুব উদ্দিন লস্কর। সহায়তায় ছিলেন মিজাজুর রহমান লস্কর, কবীর আহমদ লস্কর, আবু সায়ীদ লস্কর, হিলাল আরশাদ লস্কর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker