Barak UpdatesHappeningsBreaking News
রবিবার বরাক বঙ্গের দূর শিক্ষা কেন্দ্রের ‘স্বাগত অনুষ্ঠান’
ওয়েটুবরাক, ২৫ ডিসেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলন পরিচালিত দূরশিক্ষা কেন্দ্র পঞ্চম বছরে পা দিল। এই কেন্দ্রের ব্যবস্থাপনায় এক বছরকালীন বাংলা ডিপ্লোমা কোর্সের ৫ম বর্ষের প্রশিক্ষার্থীদের ‘ স্বাগত অনুষ্ঠান’ আগামীকাল রবিবার বেলা এগারোটায় শিলচর বঙ্গভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আসাম সরকার অনুমোদিত বরাকবঙ্গের এই বাংলা ডিপ্লোমা কোর্স ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাভাষী ছাড়াও অন্যান্য ভাষাভাষীরাও এই কোর্স সম্পন্ন করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হচ্ছেন। গত চার বছরে প্রায় চারশোজন এ ভাবে কোর্স করেছেন। শুধু বরাক উপত্যকা নয়, প্রশিক্ষার্থীদের তালিকায় ব্রহ্মপুত্র উপত্যকা থেকেও বহুজন ছিলেন। চলতি বছরে রাজ্যের বরাক-ব্রহ্মপুত্র উপত্যকা ছাড়াও ত্রিপুরা, মণিপুর, এমনকি ইংল্যান্ড থেকেও শিক্ষার্থীরা প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছেন। রবিবার তাদের স্বাগত জানাতে বঙ্গভবনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে দুটো মনোজ্ঞ আলোচনার আয়োজনও করা হয়েছে। ‘বহুভাষিক প্রেক্ষিতে মাতৃভাষা পাঠের প্রাসঙ্গিকতা ‘ বিষয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আলাউদ্দিন মন্ডল। অন্যদিকে ‘প্রান্তিক অঞ্চলে বাংলা ভাষা চর্চাকে কী করে বৃত্তিমূলক করা যায়’ এ নিয়ে বক্তব্য রাখবেন আরেক বিশিষ্ট লেখক, কাছাড় কলেজের অর্থনীতির বিভাগীয় প্রধান জয়দীপ বিশ্বাস। এই অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত।