Barak UpdatesHappeningsCultureBreaking News

আজ রবিবার বঙ্গভবনে নেতাজি বিদ্যাভবনের ছাত্রীদের জাতীয় চ্যাম্পিয়ন হওয়া নাটক

ওয়েটুবরাক, ২২ জানুয়ারি : ভাবীকাল আয়োজিত সপ্তরাজ রঙ্গ উৎসব নাট্য সমারোহে
আজ রবিবার তিনটি নাটক পরিবেশিত হবে৷ শিলচর বঙ্গভবনে ঠিক সন্ধ্যা ৫ ঘটিকায় প্রথম নাটক ‘কালো ব্যাগ’৷ এটি আয়োজক সংগঠন ভাবীকালেরই কর্মশালা ভিত্তিক  অনুনাটিকা৷ সন্ধ্যা সাড়ে ৫টায়
নাটিকা ‘নান্নি সি চিড়িয়া’৷ এটি নেতাজি বিদ্যাভবনের ছাত্রীদের দ্বারা অভিনীত সেই সাড়া জাগানো নাটক, যেটি করে তারা দিল্লি থেকে সর্বভারতীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল৷ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাট্যভূমি আগরতলার নাটক “রঙিন রুমাল” ৷

ভাবীকালের পক্ষ থেকে জানানো হয়েছে,  নেতাজি স্কুলের নাটকে শহরের স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রবেশ অবাধ৷ নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আইডেন্টিটি কার্ড নিয়ে এলে বিনা মাশুলে যে কেউ এই নাটকটি দেখতে পারবেন৷ ‘নান্নি সি চিড়িয়া’ নাটকের বিশেষ বার্তা ছাত্রছাত্রীদের কাছে বেশি করে পৌঁছে দিতেই তাদের এই ব্যবস্থা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker