Barak UpdatesHappeningsCultureBreaking News

রবিবার বঙ্গভবনে এ মাসের নাটক সারস্বতের

ওয়েটুবরাক, ৯ মার্চ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আয়োজিত ‘এ মাসের নাটক’

কর্মসূচিতে আগামী ১০ মার্চ রবিবার বঙ্গভবনে নাটক পরিবেশন করবে শিলচর শহরের জনপ্রিয় নাট্য সংস্থা ‘সারস্বত’৷ তাঁরা মঞ্চস্থ করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে রচিত নাটক ‘দালিয়া’৷ এর নাট্যরূপ দিয়েছেন সুব্রত কাঞ্জিলাল ৷ নির্দেশনায় রয়েছেন প্রবীর দত্ত৷ বরাক বঙ্গের কাছাড় জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ ধর তাতে সকলের উপস্থিতি কামনা করেন৷ তিনি জানান, এই মাসেও নাটক যথারীতি ঠিক সাড়ে ছয়টায় শুরু হবে৷ তবে এর আগে থাকবে সংক্ষিপ্ত এক বিশেষ অনুষ্ঠান৷
অভিজিৎবাবু বলেন, ‘সোসিও কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট’ এই অঞ্চলের নাট্যচর্চার বিকাশে ‘এ মাসের নাটকে’ অংশগ্রহণকারী দলগুলিকে দশ হাজার টাকা করে অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে৷ আসলে বঙ্গভবন প্রেক্ষাগৃহ ব্যবহারের আংশিক মাশুল হিসাবে নাটকের দলগুলিকে দশহাজার টাকা করে দিতে হয়৷ এ বার ওই টাকা ট্রাস্ট তথা রাজীব ভবন কর্তৃপক্ষ বহন করবে৷ ডিসেম্বর ২০২৩ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত যারা ‘এ মাসের নাটক’ পরিবেশন করছে, তাদেরই এই অনুদান প্রদান করা হবে৷ প্রসঙ্গত, বঙ্গভবন প্রেক্ষাগৃহ ব্যবহারের বাকি মাশুল শুরু থেকেই বঙ্গ সাহিত্য বহন করছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker