Barak UpdatesHappeningsCultureBreaking News
রবিবার বঙ্গভবনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান
ওয়েটুবরাক, ১৩ আগস্ট : স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আগামীকাল ১৪ই আগস্ট, রবিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বঙ্গভবনের চারতলার সভাগৃহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে৷ আলোচনার বিষয় : ‘স্বাধীনতা আন্দোলনে বরাক উপত্যকার ভূমিকা’৷ আলোচক ড. অমলেন্দু ভট্টাচার্য৷ এর পরই সাংস্কৃতিক অনুষ্ঠান৷
সমবেত সঙ্গীত পরিবেশন করবে দিশারী এবং স্বরলিপি সাংস্কৃতিক সংস্থা। একক সঙ্গীত পরিবেশন করবেন পঙ্কজ কুমার নাথ এবং তাহেরা বেগম লস্কর। আবৃত্তি করবেন দেবাঞ্জন মুখোপাধ্যায় এবং শান্তশ্রী সোম। তবলায় বিশ্বজিৎ দেব এবং সিন্থেসাইজারে দিবাকর দাস শিল্পীদের সহযোগিতা করবেন৷ জানিয়েছেন সম্মেলনের কাছাড় জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ ধর৷ তিনি ওইদিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন৷